চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক ওমর ফারুকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।
জানা যায়, গত ২৮ ডিসেম্বর বাথরুমে মাদরাসার হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলাৎকার করে। পরে জানাজানি হলে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানার এসআই মকবুল হোসেন ফোর্স নিয়ে ওইদিন রাতেই উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে প্রেরণ করে।
কচুয়া থানার ওসি তদন্ত এমএ রউফ খান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে শিশু ছাত্রটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম আতিক/জেএইচ