দেশজুড়ে

মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে গোমতি ইউনিয়নের নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নুরুল মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তাকে চিকিৎসা করিয়েও লাভ হয়নি। একবছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন।সাফায়েত হোসেন (৮) নামের একটি ছেলে রয়েছে তার।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ