নড়াইল ও কালিয়া পৌরসভায় মেয়র পদে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এছাড়া নড়াইল পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনজুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে মাওলানা মোহাম্মদ খায়রুজ্জমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে কালিয়া পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জমান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জমান মিলু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা ফকির মুশফিকুর রহমান লিটন এবং কালিয়া উপজেলা আ. লীগের সহ-সভাপতি বি এম এমদাদুল হক টুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও সাধারণ পদে ৪১ জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ পদে ৪০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেছেন, কেন্দ্র থেকে যে দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মী সবাইকে এ দুইজনের পক্ষেই কাজ করতে হবে। যদি কেউ বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।
জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি এ দুইটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাফিজুল নিলু/এসএমএম/এমএস