সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে হেলিকপ্টারে কনে নিয়ে এলেন ছাত্রলীগ নেতা সুয়াইব আহমেদ।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে তিনি নিজ গ্রাম থেকে হেলিকপ্টারে বিয়ে করতে যান সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। সিলেট শহরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সুয়াইব আহমেদ জগন্নাথপুর ছাত্রলীগের সহ-সভাপতি এবং সিলেট বারের আইনজীবী। কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। সুয়াইব আহমেদ বিকেলে যখন কনেকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি আসেন তখন কয়েকশ গ্রামবাসী ভিড় জমান।
বরের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা চার ভাই ও চার বোনের মধ্যে সুয়াইব সবার ছোট। তাই আদর করে ছোট ভাইয়ের বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।
গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ জাগো নিউজকে জানান, গ্রাম থেকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনে লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। এ সময় গ্রামবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জাগো নিউজকে বলেন, হেলিকপ্টারে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।
লিপসন আহমেদ/এসজে/এমকেএইচ