চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামে ইটবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় হাকিম ফারাজি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাকিম ফারাজি দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত নুরু ফারাজির ছেলে। স্থানীয়রা জানান, হাকিম ফারাজি উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে কৃষিকাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বিকেল ৪টার দিকে তিনি দুর্গাপুর-সদাবরি গ্রামের মোড়ে পৌঁছলে কার্পাসডাঙ্গাগামী ইটবোঝাই পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পাওয়ার টিলার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সালাউদ্দীন কাজল/এসআর/এমএস