গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে ৭০ বছর বয়সী অসুস্থ বীরাঙ্গনা জোহরা বেগমকে দেখতে ফুল ও ফলের ঝুঁড়ি নিয়ে তার বাসভবনে উপস্থিত হন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।
তিনি ওই বীরাঙ্গনার খোঁজ-খবর নেন। এ সময় তিনি তাকে নগদ আর্থিক সহযোগিতা, চাল ও কম্বল উপহার দেন।
জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, প্রধানমন্ত্রী অসহায় বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসন চেষ্টা করছে অসহায় মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সার্বিক সহযোগিতা প্রদান করার। বীরাঙ্গনা জোহরা বেগম-এর বাড়ির সামনের সড়কটি তার নামে নামকরণ করার ঘোষণা দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আল মারুফ, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমানসহ সাংবাদিক, রাজনীতিক ও স্থানীয়রা।
জাহিদ খন্দকার/এআরএম