খাগড়াছড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবু চাকমা (৩৫) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে তাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
আটক বাবু চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকার খুনজি লাল চাকমার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, বখাটে বাবু চাকমা জেলা সদরের সিঙ্গিনালা এলাকার এক কিশোরীকে দীর্ঘদিন যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে।
এক পর্যায়ে ওই বখাটে যুবক কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করে। গেল ২৬ ডিসেম্বর সামাজিকভাবে এ ঘটনার সমাধানের চেষ্টা চালায়। উল্টো সালিশের মাধ্যমে এই ঘটনায় ভুক্তভোগী মেয়েকে দায়ী করে এবং ১১০০ টাকা জরিমানা করে।
এ ঘটনায় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরের দিকে আসামি বাবু চাকমাকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আটক বাবু চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এমআরএম