চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর নির্বাচনে অপর তিন মনোনয়ন প্রত্যাশীকে পরাস্থ করে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় টিকিট পেয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মো. শামছুল হক।
তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে মো. শামছুল হককে এ মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী, খাগড়াছড়ি পৌরসভায় মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি।
মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমকেএইচ