দেশজুড়ে

খালের পানিতে ভাসছিল লাশটি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতীপাড়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশের খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হত্যার পর ওই যুবকের লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে পূর্বপাশে চালতীপাড়া খালের পানিতে লাশটি ভাসছিল। চারদিকে উৎকট গন্ধ ছড়াচ্ছিল। পরে থানায় খবর দেয়া হয়।

সিরাজদিখান থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, সকালে ওই খালের পানিতে লাশটি ভাসছিল। স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, এখনো মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। প্রকৃত কারণ জানতে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস