দেশজুড়ে

বিরামপুর পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।

আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী (নৌকা) পেয়েছেন ১৫ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার (নারিকেল গাছ) পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট। নির্বাচনে বিএনপির অপর ২ প্রার্থী হুমায়ুন কবির (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৩৬ এবং বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম (মোবাইল) পেয়েছেন ১ হাজার ৩৯৫ ভোট।

বিরামপুর পৌরসভায় মোট ভোটার ৩৬ হাজার ৬৫৮ জন। বিরামপুর পৌরসভায় ভোট পড়েছে ৭২ দশমিক ২২ শতাংশ।

এমদাদুল হক মিলন/এমআরএম/জিকেএস