কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আব্দুর রহমান পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮৭১ ভোট, আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগরের নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৭২৬ এবং বিএনপির ধানের শীষ প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ৮০৯ ভোট।
এ পৌরসভায় নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ছিল ২২টি, ভোট গ্রহণের কক্ষের সংখ্যা ১৪৬টি। এখানে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৬ হাজার ৮৫৮ জন।
এফএ/এমকেএইচ