দেশজুড়ে

উষ্ণতার পরশ পেল দুই হাজার শীতার্ত

কুড়িগ্রামে দুই হাজার দলিত, দুস্থ এবং প্রতিবন্ধী অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে মিডিয়া পার্টনার হিসেবে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ত্বত্তাবধায়নে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট লিমিটেড’র অর্থায়নে হিল বাংলাদেশের সহযোগিতায় জেলা স্টেডিয়াম মাঠে এ কম্বল দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাইন্যান্স লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লা ব সভাপতি অ্যডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

মাসুদ রানা/এসএমএম/এমএস