ইরাকের বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার পৃথক বোমা হামলায় পুলিশসহ অন্তত ৪৮ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া আল-আমিনের কাছে শনিবার পৃথক দু’টি গাড়িবোমা হামলায় সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন।পুলিশ জানায়, এক প্রাইভেটকারের চালক রাস্তায় গাড়িটি থামিয়ে সিগারেটের দোকানে গেলে গাড়িটি বিস্ফোরিত হয়ে দুই পথচারী মারা যান। শিয়া অধ্যুষিত জাফরনিয়া এলাকায় দ্বিতীয় গাড়িবোমা হামলার ঘটনায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।মধ্য বাগদাদের আল-সিনা রাজপথে একটি গাড়িবোমা হামলায় ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। সদরের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বাগদাদের পশ্চিমে রামাদি এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও আটজন আহত হয়।এদিকে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার বাইজি এলাকায় পুলিশের এক গাড়িবহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। ওই হামলায় পুলিশের জেনারেল ফয়সাল মালিক নিহত হন। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া বাগদাদের কাছে অন্যান্য গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।