দেশজুড়ে

সিরাজগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই ক্লাব লিমিটেড আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। সার্বিক দায়িত্বে ছিলেন তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদ।

ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন গাজী খন্দকার ফজলুল হক ভাসানী, আলহাজ্ব শামসুল হক খান, আলহাজ্ব সোলায়মান হোসেন মোল্লা, আলহাজ্ব নান্নু আকন্দ, আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, আলহাজ্ব আলী আকবর খান বাদল, আলহাজ্ব আব্দুল মাজিদ বাবলু, আলহাজ্ব মহসিন প্রামানিক প্রমুখ।

এ সময় তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে তামাই ক্লাব লিমিটেডের এই আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে তামাই ক্লাব লিমিটেড সবার পাশে থাকবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই।

প্রধান অতিথি পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, মানুষ যত ভাল কাজে এবং খেলাধুলায় ব্যস্ত থাকবে, ততই খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই শিল্প বিপ্লবে মানুষ ধীরে ধীরে ঘরমুখী হচ্ছে এবং বিভিন্ন ভার্চুয়াল নেটওয়ার্কে আসক্ত হচ্ছে। তামাই ক্লাব লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করা, মানুষের সুস্থ বিনোদন এবং এই নির্মল আনন্দ আয়োজনের জন্য।

তামাই ক্লাব লিমিটেডের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে চালা দল এবং দৌলতপুর দল। খেলায় বিজয়ী দলকে ক্রেস্ট ও ২০ হাজার টাকা এবং পরাজিত দলকে ক্রেস্ট ও ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএইচআর/জিকেএস