নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
তিনি বলেন, বিজয়ী প্রার্থী মো. আলা উদ্দিন আলাল (নৌকা) ১১ হাজার ১২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জামাল উদ্দিন মাস্টার (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৯১৫ ভোট।
এছাড়া সিপিবি প্রার্থী মো. শামছুল আলম খান (কাস্তে) পেয়েছেন ৫৫০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ২৩১ ভোট।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ১৯। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৬৪, এবং নারী ভোটার ১০ হাজার ৩৫৫।
এইচ এম কামাল/ আরএইচ/এমকেএইচ