দেশজুড়ে

মৌলভীবাজারে নৌকার জয়

 

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৭০০ ভোট। নির্বাচন বর্জন করা বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মো. অলিউর রহমান ৩ হাজার ৭৩২ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসআর/এমকেএইচ