মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৭ হাজার ২৭৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
শনিবার (৩০ জানুয়ারি) দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে রিটার্নিং অফিসার আরিফল হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফয়সাল বিপ্লবের নিকটতম ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬০৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মো. হাফিজ উদ্দিন ৮৭৬, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান (নারিকেল গাছ প্রতীক) ৭৯৫ ও এম এ কাদের মোল্লা (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩০১ ভোট।
এবার পৌরসভায় ২৫টি ভোটকেন্দ্রের ১৫০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩২ হাজার ২৪৪ ভোটার।
এসআর/এমকেএইচ