দেশজুড়ে

৪ বছরেও আলোর মুখ দেখেনি সাংবাদিক শিমুল হত্যা মামলা

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। চার বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি মামলাটি। স্থবির হয়ে রয়েছে আইনি জালে। নিহতের স্বজনেরা জানান, তারা এখন ক্লান্ত। হত্যার বিচারটি দেখে যেতে চান তারা।

তবে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতে একটি রুল নিষ্পত্তি না হওয়ার কারণেই মামলার কার্যক্রম এখন স্থগিত রয়েছে।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা। সংঘর্ষের মাঝে গুলিতে আহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুলসহ আরো কয়েকজন। আহতদের বগুড়া জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাংবাদিক শিমুলের অবস্থার অবনতি হলে পরের দিন ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র মিরু ও তার সহোদর মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগ নেতা নাছিরসহ জ্ঞাত ১৮ এবং অজ্ঞাত পরিচয় আরও প্রায় ২২ জনসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

কিন্তু চার বছরেও এই হত্যা মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো আতঙ্কে আর উৎকণ্ঠায় দিন কাটে স্থানীয় সাংবাদিকদের। সহকর্মী হত্যার বিচার দেখতে চান তারা।

নিহতের স্বজনরা জানান, স্বজন হত্যার চার বছর হয়ে গেল। প্রতিবছর স্মরণসভা, সমাধিতে ফুল দেয়া, সবই হয়। কিন্তু স্বজন হত্যার বিচার আর শুরু হয় না। বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে তা আর ভাবতে পারেন না তারা।

সরকারি কৌশলী অ্যাডভকেট আব্দুর রহমান জানান, উচ্চ আদালতে এই মামলা সংক্রান্ত একটি রুল নিষ্পত্তি না হওয়ার কারণেই মামলা স্থগিত রয়েছে। উচ্চ আদালত নির্দেশ দিলেই এই মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।

শিমুল হত্যা মামলার অভিযুক্ত ৩৮ আসামিই এখন জামিনে রয়েছেন। এরপরও আইনি জটিলতা কাটিয়ে দ্রুত সাংবাদিক শিমুল হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা স্বজনদের।

ইউসুফ দেওয়ান রাজু/ইএ