শীত পাহাড়ের হতদরিদ্র মানুষকে যখন অসহায় করে তুলেছে তখন কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী বরাবরই পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আনোয়ারা ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্যহত করা যাবে না।
এ সময় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরিফুর দৌলা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জিকেএস