খেলাধুলা

মুন্সিগঞ্জে আরামবাগকে হারিয়ে এলো সাইফ

আরামবাগের নিজেদের হোম ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। নিজেদের মসাঠে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেলো আরামবাগ ক্রীড়া সংঘ। আজ বিকেলে অনুষ্ঠিত খেলায় ৩-২ গোলে আরামবাগকে হারিয়ে ঢাকায় ফিরে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

খেলা শুরুর ৬ মিনিটেই প্রথম গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ৩২নাম্বার জার্সি পরিহিত ফরোয়ার্ড ইকেচুকউ কেনেথ। প্রথম গোলের ২মিনিট পরই ৮মিনিটের মাথায় আরামবাগ স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন স্মিট ব্রাডি পাল্টা গোল করে খেলা ১-১ গোলের সমতায় আনেন।

দ্বিতীয়ার্ধে ৫৯মিনিটে আবারো গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ইকেচুকউ কেনেথ। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। এর ১০ মিনিট পর, ৬৯তম মিনিটে আরো এক গোল করেন ১২নং জার্সি পরিহিত মিডফিল্ডার সাজ্জাদ হোসেন। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং।

খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে (৯০+৪ মিনিটে) গোল করেন আরামবাগের ১০ নংজার্সি পরিহিত ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফার। এই গোলে ব্যবধান কমলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আরামবাগ।

আরাফাত রায়হান সাকিব/আইএইচএস/জিকেএস