দেশজুড়ে

ট্রেনের সাথে ধাক্কায় ট্রাক শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ট্রাক শ্রমিক সাজু আহাম্মেদ (২৫) নিহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলেওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু আহাম্মেদ দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দর্শনা রেল ইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে সাজুসহ কয়েকজন শ্রমিক মালামাল নামিয়ে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) তুলছিল। পরে ট্রাকের হেলপার রিয়াদ হোসেন ট্রাকটি পেছনে দেয়ার সময় ওয়াগনের সাথে ধাক্কা লাগে। অসাবধানতা বসত থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে পড়ে শ্রমিক সাজু ঘটনাস্থলেই নিহত হন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হবে।’

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম