বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পল্লীতে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা একটি সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সেলিম হোসেন জাহাঙ্গীর (৫৫) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।
সেলিম হোসেন কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফারের ছেলে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় অভিযান পরিচালনা করে এক শ্রমিককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্জন একটি এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল, যা পরিবেশ ও এলাকাবাসীর জন্য হুমকিস্বরূপ। পরিবেশ আইনে এটি আমলে নিয়ে তাদের শাস্তি দেয়া হয়েছে এবং কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।
এসআর/এএসএম