দেশজুড়ে

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ার ধুনট পৌর স্বেচ্ছসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জলমহাল ইজারার দরপত্র ও বিডি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার অলোয়া পীরহাটি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া মৌজায় ১৪৩৯ দাগের ৫ দশমিক ৯৫ একর সরকারি খাস খতিয়ানভুক্ত জলাশয় প্রতি তিন বছরে উপজেলা পরিষদ থেকে ইজারা বন্দোবস্ত দেয়া হয়। প্রতি বছরের মতো এবারও বাংলা ১৪২৮ থেকে ১৪৩০ সাল পর্যন্ত উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি ওই জলমহালের ইজারা বন্দোবস্ত দেয়ার জন্য দরপত্র আহ্বান করে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। দুপুর পৌনে দুইটার দিকে অলোয়া পীরহাটি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইউএনওর কার্যালয়ে দরপত্র দিতে গেলে তার হাত থেকে দরপত্র ও ১৮ হাজার টাকার বিডি (অগ্রণী ব্যাংক বিডি নম্বর ২৭৪২২৬৪) ছিনিয়ে নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম।

আনোয়ার হোসেনের অভিযোগ, জমা দেয়ার আগেই বিডিসহ দরপত্রটি ছিনিয়ে নেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম। সরকারি রাজস্ব ফাঁকি দিতে একটি পক্ষের হয়ে তিনি এ ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘দরপত্র ছিনতাইয়ের ঘটনায় আমি জড়িত ছিলাম না। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি ওই সময় ধুনট শহরের বাইরে অবস্থান ছিলাম। তাই এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

এ বিষয়ে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএস