দেশজুড়ে

গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের নেতৃত্বে আসাদুল্লাহ-বাবু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গণমাধ্যমকর্মীদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন কমিটির সভাপতি আসাদুল্লাহ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম বাবু। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনের সদস্যরা তাদের নির্বাচিত করেছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক কল্যাণ তহবিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাকিল রেজা ও আব্দুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও রুবেল আহম্মেদ, অর্থ সম্পাদক তাজামুল হক আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হক, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি ,নির্বাহী সদস্য কাইছার আহম্মেদ, আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম।

মোহা. আব্দুল্লাহ/এসএস