মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হওয়ার সময় ভি চিহ্ন দেখিয়েছেন তার স্বজনরা। শনিবার রাত সোয়া ১১টায় কারাগারে প্রবেশ করে এক ঘণ্টা অবস্থান শেষে সোয়া ১২টায় বের হয়ে ভি চিহ্ন দেখান তারা।সাক্ষাৎ শেষে বের হয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছেলে আলী আহম্মদ মাবরুর বলেছেন, ‘রাষ্ট্রপতি বরাবর প্রাণভিক্ষার আবেদন আমার বাবা (মুজাহিদ) করেননি। তিনি সুস্থ ও মানসিকভাবে শক্ত আছেন। তিনি শুরু থেকেই অপপ্রচারের শিকার ছিলেন এবং ফাঁসির আগ পর্যন্ত তাকে নিয়ে অপপ্রচার চালানো হলো।’ এরপর আলী আহম্মদ মাবরুরসহ পরিবারের সদস্যরা ভি চিহ্ন দেখান। এর আগে শনিবার রাত ৯টা ৫ মিনিটে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা কারাগারে এসে পৌঁছেন। সাক্ষাৎ করতে আসা স্বজনদের মধ্যে ছিলেন-মুজাহিদের স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ, নাতি ও এক ভাই।এসএ/জেইউ/এআর/এফএইচ/একে/আরআইপি
আরও পড়ুন
-
সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হলেন মুজাহিদের স্বজনরা -
৯টার আগেই নাজিমউদ্দিন রোডে শুনশান নিরবতা -
সাকা-মুজাহিদের পরিবারের চোখের সামনে ফাঁসির দড়ি -
কারাগারে প্রবেশ করেছে সশস্ত্র প্রহরীরা -
সাকার মেডিকেল সম্পন্ন -
কারাগারে চিকিৎসক ও ইমাম -
সাক্ষাৎ শেষে কারাগার ছাড়লেন সাকার স্বজনরা -
রায় কার্যকর রাত ১২ টার পর -
আগে সাকা পরে মুজাহিদ -
রাতেই ফাঁসি কার্যকর হতে পারে -
সাকার গ্রামে পুলিশ মোতায়েন : কবর ভাইয়ের পাশে -
ফাঁসি কার্যকরের সময় যারা থাকবেন -
কারাগারে ঢুকলেন দুই ম্যাজিস্ট্রেট ও আইজি প্রিজন -
মুজাহিদের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন -
প্রস্তুত অ্যাম্বুলেন্স -
কারাগারে মুজাহিদের পরিবার -
সাকার কিছু দাম্ভিকতা -
কারাগারে সাকার পরিবার -
প্রাণভিক্ষার আবেদন নাকচ -
শেষ দেখার ডাক পেলেন দুই পরিবার -
কারাগারে অতিরিক্ত আইজি প্রিজন -
অবশেষে পিছু হটলেন সাকা -
বড় সিদ্ধান্ত নিতে কথা বলতে চেয়েছেন বাবা : সাকার ছেলে -
কারাফটকে সাকার পরিবার -
একই মঞ্চে সাকা-মুজাহিদের ফাঁসি : প্রস্তুতি চলছে -
কারা এলাকার দোকানপাট বন্ধের নির্দেশ -
প্রাণভিক্ষাকে গণজাগরণ মঞ্চের সাধুবাদ -
জেল সুপারকে কিছুই জানালেন না সাকা ও মুজাহিদ -
কারা এলাকার নিরাপত্তা জোরদার -
প্রস্তুত জল্লাদ
সর্বশেষ
-
পটুয়াখালী কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা -
কুমিল্লায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১০ প্রার্থী -
জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্বের অন্যতম রূপকার: শাহজাহান -
কুমিল্লায় র্যাব কর্মকর্তা মোতালেবের দাফন সম্পন্ন -
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দায় ফেলে রাখা নবজাতক উদ্ধার -
মিরসরাইয়ে কারখানায় স্লাগ বিস্ফোরণে আহত ৭ শ্রমিক -
বিএনপিতে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক কর্মী-সমর্থক -
আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না: রাশেদ খাঁন -
জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: ড. খন্দকার মোশাররফ -
ঢাকা জেলার পাঁচ আসনে লড়বেন ৩২ প্রার্থী -
আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে: মির্জা ফখরুল -
খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ছে