সেলফি হুজুগে মেতেছে বিশ্ব। স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার কসরত দেখে মাঝে মাঝে পিলে চমকানোর জোগার হয়। আনন্দের মুহূর্তের পাশাপাশি ভয়ঙ্কর মুহূর্তগুলোও মানুষ ক্যামেরায় ধারণ করার এক প্রতিযোহিতা শুরু করেছে। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তের কিছু সেলফিও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। জাগো নিউজের পাঠকদের জন্য বিশ্বের ভয়ংকর এমন দশটি সেলফি তুলে ধরা হল।