নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদে ঐতিহ্যবাহী পলো উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক মাছ শিকারি অংশ নেন।
রোববার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত আত্রাই নদের কালাকান্দর মহাশ্মশান থেকে শুরু হয়ে চাঁচকৈড় ত্রিমোহনা পর্যন্ত ওই উৎসব চলে। এসময় নদীর দুই তীরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর শুকনো মৌসুমে খাল-বিল ও নদীর পানি কমে গেলে পলো উৎসব শুরু হয়। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত উপজেলার নদী-জলাশয় ও বিলে এ উৎসব চলে।
উৎসবে অংশ নিতে আসা মশিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের সজিব হোসেন বলেন, ‘পলো দিয়ে মাছ ধরতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কলেজ বন্ধ তাই বড়দের সাথে উৎসবে মাছ ধরতে এসেছি।’
দলনেতা ছবির উদ্দিন বলেন, ‘আমরা প্রতিবছরই খড়া মৌসুমে দলবেঁধে মাছ ধরি। মাছ ধরার এ উৎসব আমাদের বাপ-দাদার আমল থেকে হয়ে আসছে।’
আরএইচ/এমকেএইচ