ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া সংসদ সদস্য রেজাউল করিম বাবলু তার সম্পদের বিবরণ দিতে সশরীরে বগুড়া দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় চেয়েছেন।
রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দু’জন আইনজীবীসহ দুদক কার্যালয়ে হাজির হয়ে এই সময়ের আবেদন করেন তিনি। এরপর প্রায় দুই ঘণ্টা পর তিনি কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
এর আগে গত ৭ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের এক চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।
এমপি রেজাউল করিম বাবলু সংসদীয় আসন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য।
দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এমপি রেজাউল করিম বাবলু সময়ের আবেদন করায় তাকে ১০ দিনের সময় দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এফএ/জিকেএস