সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টার চড়ে গেলেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
হেলিকপ্টার থেকে নামার পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম তাদেরকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যান।
সোমবার (১৫ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, হেলিকপ্টার নামার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক টিম দিরাই মজলিসপুর মাঠের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে হেলিকপ্টার নামার সাথে সাথে তারা আল্লাহু আকবার বলে তাদের নিরাপত্তা দিয়ে মাওলানা সুয়েব আহমদের বাসায় নিয়ে যান।
দুপুর ২টায় হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখবেন তারা।
দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, আমরা আশা করছি দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ। সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার জন্য ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন।
লিপসন আহমেদ/এফএ/জিকেএস