খাওয়ার অনুপযোগী দুর্গন্ধযুক্ত পচা চাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে নাটোরে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বড়াইগ্রাম উপজেলার কালিপুরের অশোক কুমার সরকার, হারোয়া খ্রিষ্টানপাড়ার আব্দুল লতিফ ও হারোয়া সরকার পাড়ার গোলাম রসুল।
এরমধ্যে চালের মালিক অশোক কুমার সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং মিলমালিক লতিফ ও রসুলকে তিন বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ ও মামলা বিবরণীর বরাতে তিনি জানান, অভিযুক্ত লতিফ ও রসুল তাদের চাতালে বিভিন্ন সময় পচা ও খাওয়ার অনুপযোগী চাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৭ জুলাই বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার সাহা ওই চাতাল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। চাতাল মালিকরা জানান, চালগুলোর মালিক অশোক কুমার সরকার নামের এক ব্যক্তি। এ ঘটনায় স্যানিটারি ইন্সপেক্টর বাদী হয়ে পরদিন বড়াইগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
এসআর/এএসএম