দেশজুড়ে

মোদির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শ্যামনগরে র‌্যাব ডিজি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরসহ সংশ্লিষ্ট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৫ মার্চ) যশোরেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাডসহ নিরাপত্তার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোদির সফর সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কেউ ব্যাহতের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ। এএইচ/এমএস