নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন শিক্ষকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার তিন শিক্ষক হলেন- শওকত হোসেন সুমন (২৬), জোবায়ের আহম্মেদ (২৬) ও আব্দুল আজিজ (৪২)।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তিন শিক্ষককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশও দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার (১২ মার্চ) সকালে নিহত ছাত্র ছাব্বির হোসেনের (১৪) বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলার পরপরই রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলুম মাদরাসা থেকে তিন শিক্ষকসহ চার ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।
এস কে শাওন/এএইচ/এএসএম