দেশজুড়ে

বিএনপি এদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছিল : নারায়ণগঞ্জের এসপি

বিএনপি এদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছিল মন্তব্য করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছিল জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন দূতাবাসে বসিয়েছিলেন। স্বাধীনতা বিরোধী কুখ্যাত রাজাকার শাহ আজিজকে মন্ত্রী পরিষদে অধিষ্ঠিত করেছিলেন। বেছে বেছে কুখ্যাত রাজাকারদের মন্ত্রী পরিষদে বসিয়েছিলেন। এটাতো স্বাধীনতার চেতনা হতে পারে না।

বুধবার (১৭ মার্চ) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, জেনারেল এরশাদ রাষ্ট্রপতি হওয়ার পরে তিনিও জিয়াউর রহমানের পথে হেঁটেছিলেন। মান্নানের মতো আত্মস্বীকৃত রাজাকারকেও তিনি মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। তিনিও বেছে বেছে মুক্তিযুদ্ধ বিরোধীদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন। তিনি টানা ৯ বছর স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে এদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে জামায়াতের সঙ্গে মিলে ক্ষমতায় এসে আবারও দেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, আজকে মানুষের মুখে খাবারের অভাব নেই। আজকে ঘরে ঘরে স্মার্টফোন। শিশুরা বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। তবে এখনো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। আমরা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হই তাহলেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।

এসপি আরও বলেন, আমরা যে যেখানে আছি আমাদেরকে দুর্নীতিমুক্ত থেকে শতভাগ দেশের জন্য কাজ করতে হবে। তাহলেই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন হবে। জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি সূচকেই এগিয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা।

সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন। সঞ্চালনায় ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক নূর হোসেন ও সহকারী পরিচালক মো. নাহিদ হোসেন।

আরও বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ নদী বন্দর শাখার সিবিএ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

শাহাদাত হোসেন/জেডএইচ