দেশজুড়ে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় ইউসুফ আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার নাজিরপুরের বাটুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউসুফ আলী বড়াইগ্রাম উপজেলা কচুটিয়া গ্রামের বাসিন্দা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাজিরপুর যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে বাটুর মোড় এলাকায় একটি লবনবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানান তিনি।

রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম