দেশজুড়ে

কালকিনিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. কামাল হোসেন বেপারী ভোটবর্জন ও প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ মার্চ) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কালকিনি পৌরসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপি কালকিনিতে মো. কামাল হোসেন বেপারীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। এরপর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডেই কামাল হোসেন বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ধানের শীষের প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে যান। এতে করে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়।

বিএনপি প্রার্থীর বিজয়ের পূর্বাভাস পেয়ে নির্বাচন স্থাগিত করে পুনরায় আগামী ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে লিখিত বক্তব্যে দাবি করেন কামাল হোসেন বেপারী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুবু হোসেন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সান্টু, বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, সাহেদ হোসেন ও ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এসআর/এমকেএইচ