মাদারীপুরের শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর থেকে দুই শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি আকমল মাদবরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ মার্চ শিবচরে দুই শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আকমল মাদবরের বিরুদ্ধে এক শিশুর মা শিবচর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে যাদুয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মামলার প্রক্রিয়া শেষ করে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হয়।
শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ধর্ষণচেষ্টা মামলায় বুধবার সকালে উপজেলার যাদুয়ারচর থেকে আকমল মাদবরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়।
একেএম নাসিরুল হক/এসজে/এএসএম