ভোলার মনপুরায় বাড়ির পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে মো. রাজিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়ে-ছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ওই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে নিহতের স্বজনরা।
শিশু রাজিব ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. রিয়াজের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে শিশু রাজিবের মা ঘরের কাজ করছিলেন। ওই সময় রাজিব বাড়ির সামনে পুকুর পাশে খেলা করছিল। খেলার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা রাজিবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তাদের বাড়ির পুকুরে রাজিবের মরদেহ ভাসতে দেখে পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এআরএ