সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের নির্মাণাধীন আদালত ভবনের সিঁড়ি থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নির্মাণাধীন ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভবনের সিঁড়িতে যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে দুপুরের দিকে লাশ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
লিপসন আহমেদ/এসএমএম/জিকেএস