দেশজুড়ে

ট্রাক্টরের পেছনের অংশ খুলে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের পেছনের অংশ খুলে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) দুপুর ২টায় সদরের ইসলামপুর ইউনিয়নের পিয়ার বিশ্বাসের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালকের নাম মো. সাগর আলী (১৮)। তিনি সদর উপজেলার ইসলাম ইউনিয়নের নতুন কাজিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জাগো নিউজকে বলেন, বালুবোঝাই ট্রাক্টরটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। তার পেছনে ছিল মোটরসাইকেল চালক মো.সাগর আলী। এসময় ট্রাক্টরের পেছনের অংশ খুলে তার উপর পড়লে তিনি আহত হন।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রোববার বিকেল ৪টায় সেsখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

এছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএমএম/জিকেএস