চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া তাঁত বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য এ মেলা বন্ধ থাকবে।
করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে চলছিল তাঁত বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলা। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন মেলা পরিদর্শন করেন। সে সময় অনির্দিষ্টকালের জন্য মেলা বন্ধ রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, ‘করোনা সতর্কতায় সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করারও অভিযোগ রয়েছে। সার্বিক বিবেচনায় মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’
এসজে/এমএস