চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে ৪১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।
লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি টহল দল ওই বাড়িতে তল্লাশি চালায়। এসময় তার ঘরে মাটির নিজে পুঁতে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে ফলন মিয়া (৩৪) ও সারোয়ার মিয়া (৩২) পালিয়ে যান। পলাতক আসামিদের নামে থানায় মামলা হয়েছে।’
সোহান মাহমুদ/আরএইচ/এমকেএইচ