দেশজুড়ে

পদ্মার চরে মিলল কোমরে রশি বাঁধা কঙ্কাল

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরের পদ্মার চর থেকে কোমরে রশি বাঁধা একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ এপ্রিল) দুপুরে শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘পদ্মার চরে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সিআইডি ও সদর মডেল থানা পুলিশের একটি দল কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালের কোমরে গামছা-রশি বাঁধা ও পরনে হাফ প্যান্ট ছিল।

আরএইচ/জিকেএস