লকডাউনে থেমে নেই যান চলাচল। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে পাঁচ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের তারাব বিশ্বরোড থেকে কর্নঘোপ পর্যন্ত সংবাদ লেখা পর্যন্ত এ যানজট রয়েছে। সড়কে রয়েছে শ্রমিক-কর্মচারীদের ঢল।
সোমবার থেকে সাতদিনের জন্য সরকার লকডাউন ঘোষণা করলেও জীবিকার তাগিদে কেউ তা মানছেন না।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তারাবো পৌরসভা দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৮টা থেকেই তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রূপসী এলাকার বাসিন্দা আব্দুল্লা বলেন, মনে করেছিলাম লকডাউনে সড়ক ফাঁকা থাকবে। রোগী নিয়ে বরপার লাইফ এইড হাসপাতালে যাচ্ছিলাম। ১ ঘণ্টা ধরে রোগী নিয়ে আটকে আছি।
কাঁচপুর ফিলিং স্টেশনে কাজ করেন গাউছিয়ার রমজান। তিনি বলেন, সকাল ৮টায় গাউছিয়া থেকে ২০ মিনিটের পথ দুই ঘণ্টায় যেতে হয়েছে।
ভুলতা গোলাকান্দাইল জোনের টিআই মনির হোসেন বলেন, লকডাউনে প্রচুর যানবাহন বেরিয়েছে সড়কে। সবারই জরুরি কাজ। সুতরাং আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে বিধি ভঙ হলে আইনি ব্যবস্থা নেব।
এদিকে লকডাউন বাস্তবায়নে কোথায় বিশেষ টহল দল বা ভ্রাম্যমাণ আাদালতের দেখা মেলেনি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ভ্রাম্যমাণ দল মাঠে রয়েছে। আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখছি। মহাসড়কের বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ দেখবে। তারপরও রূপগঞ্জ অঞ্চলের বিষয়গুলো দেখবো।
মীর আব্দুল আলীম/এসএমএম/জিকেএস