মাস্ক না পরায় চাঁপাইনবাবগঞ্জে ৭০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) জেলার শিবগঞ্জে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করায় ৭০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক পরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।’
এছাড়া দোকানপাট ও ব্যবসায়ীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে প্রচারণা অব্যাহত রয়েছে। অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা স্বাস্থ্যবিধি মানচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
আরএইচ/এএসএম