বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়ার মোজাফফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ জানান, বেতগাড়ী এলাকায় ক্লীন ফুয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা থেকে আসা একটি সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৭৩) এবং বগুড়া দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাটিবোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।
জেডএইচ/