দেশজুড়ে

কাদেরের বাড়ির গেটে পুলিশকে কিল-ঘুষি, যুবক আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে প্রবেশের চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ওবায়দুল হক হৃদয় (২৩) ফেনীর সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর চান্দিয়া গ্রামের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।

তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্য পালনে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগ এনে মামলা করেছেন সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) মো. আলমগীর হোসেন খাঁন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, শনিবার (১০ এপ্রিল) দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির গেটে গিয়ে ওই যুবক মন্ত্রী মহোদয়কে খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ বাড়িতে ওবায়দুল কাদের সাহেব নেই বলার পরও ওই যুবক জোর করে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত কনস্টেবল মো. নিজাম উদ্দিনকে লাথি ও কিল-ঘুষি মেরে আহত করে। পরে তাকে আটক করে মামলা দেয়া হয়।

এইচএ/জিকেএস