দেশজুড়ে

৩ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

কুষ্টিয়ার খোকসায় বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পিন্টু ও মাইক্রোবাস চালক সঞ্জীব। তাদের বাড়ি দৌলতপুর উপজেলায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের একটি দল দৌলতদিয়াগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আল-মামুন সাগর/এসজে/এমকেএইচ