দেশজুড়ে

নদীতে ডুব দিয়ে আর ওপরে উঠল না যুবক

সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীতে গোসলে নেমে কবির মিয়া (৪০) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে তিনি ডুব দেন।

নিখোঁজ করিব মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী (মনু মিয়ার) ছেলে।

নিখোঁজের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, নিখোঁজ কবির মিয়া বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে রোজা রেখে গোসল করতে যান। তার সঙ্গে আরও অনেকেই গোসলে যান। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি কবির। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবককে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলাম বলেন, আমরা সাধ্য অনুযায়ী যুবকের সন্ধান পেতে কাজ করে যাচ্ছি।

লিপসন আহমেদ/এসআর/এমকেএইচ