নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রতন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন উপজেলার নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-নোয়াখালী সড়কের নাওতলা ভূঁইয়া বাড়ি নামক স্থানে রতন রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী (ঢাকা মেট্রো ট- ১৬-৩৬৯৬) নাম্বারের কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমএম/জিকেএস