ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রলীগ নেতাকে পুলিশের সামনে লাঞ্ছিতের ঘটনায় মৌলা মিয়া (৩৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার জয়শ্রী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ফেসবুকে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা আফজাল খানকে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, মৌলা মিয়াকে গ্রেফতারের পর রোববার (১৮ এপ্রিল) কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ